Three days in Benaras and Lucknow.


বেনারস ও লখনৌ ভ্রমণ: তিনদিনের দিনলিপি।


নমামী গঙ্গে হয়ে কাবাবি তুন্ডের ডায়েরী।

২৩.০৭.২০১৮,সোমবার।বিকাল ৪টে।

উত্তরপ্রদেশে এক্সপ্রেস ট্রেনের স্লীপার কামরায় যাচ্ছি আর দুম করে লোকজন এসে সিট এ বসতে চাইছেনা, এটা হতে পারেনা,হয়ওনি। বেশ উঠেছিলাম বেলা ১২ টা ৫০এর বেগমপুরা এক্সপ্রেসে,যাবো লখনৌ।তো সুলতানপুর আসতেই অনেক লোকজন ধুপধাপ ট্রেনে উঠে জায়গা খুঁজতে লাগলেন।অনেক কাল পরে সাইড আপার সাইড লোয়ার টিকিট পেয়েছিলাম,এক মহিলাকে মাঝখানের জায়গাটা দিতেই হলো।তিনি আস্তে আস্তে সিটে থিতু হতে শুরু করলেন,আর আমাদের নিজেদের সিটেই আমরা পরবাসী হয়ে পড়লাম প্রায়।তা যাক,বেনারস থেকে লখনৌ মাত্র 5 ঘন্টার পথ,তার দুঘন্টা পেরিয়ে গেছে,এই পথটুকু বেনারসের গপ্পো করতে করতে কাটিয়ে দি, কেমন।









পরশু রাতে বিভূতি এক্সপ্রেসে ওঠার সময়েই দেখেছি- খুব বৃষ্টি হুগলী হাওড়া কলকাতায়। বেশ হয়েছে,এখানে ভেসে যাক,আমরা বর বৌ চললুম বেনারস।শাঁখ বাজিয়ে ট্রেন ছাড়লো,কামরার যাত্রীরা চকিতে যেযার বাড়িতে ফোন করে জানালেন,ট্রেন ছেড়েছে।এটা নাকি সঙ্গে সঙ্গেই জানাতে হয়। তারপর থেকে ভেবেই চলেছি - বেনারস নামবো,পান খাবো,রাবড়ী ,সরবত,কচুরি জিলিপি,গঙ্গার তাজা হওয়া- সব খাবো।
তিনঘন্টা দেরী করে ট্রেন যখন বেনারস ঢুকল,ভালোই রোদের তেজ তখন।
টোটোওয়ালা এদিক ওদিক ঘুরিয়ে খানিক পয়সা খসালো।মানে সঠিক ঠিকানাটা আমিই বলতে পারিনি,অবশেষে গোধূলিয়া মোড় থেকে সোজা হেঁটে ডানদিক ও বাঁদিকে ইনসুইং আউটসুইং খেয়ে লক্ষ্মী গেস্ট হাউস পৌঁছলাম।বুক করা ছিল।স্নান সারলাম।হাতে একটা দিন মাত্র সময়,তাই মোটেই সময় নষ্ট করবো না,এরম সংকল্প নিয়ে খাবারের হোটেলের সন্ধানে চললাম।একটা বেশ সবুজ বারান্দাওলা বাড়ি,নাম লেখা দশাশ্বমেধ বোর্ডিং হাউস,ঢুকে পড়লাম।জয়বাবা ফেলুনাথে ফেলুদারা এখানেই উঠেছিলেন।বাঙালি হোটেল।অনেক বাঙালি পরিবারও ছিল।ভাবলাম, আগে জানলে এখানেই থাকতাম।মাছ ভাত পাওয়া গেলো।
এবার কয়েকপা হাঁটলেই দশাশ্বমেধ ঘাট।কয়েকটা স্বাস্থ্যবান ষাঁড় শিং দুলিয়ে অভ্যর্থনা জানাচ্ছে । সিঁড়ি দিয়ে একটু নামতেই খোলা আকাশ,সাদা সাদা ইতিউতি মেঘ,ওপারে বালির চড়া,এপারে বাঁধানো ঘাটে অগুনতি নৌকা আর কুলকুলিয়ে বয়ে চলেছে পতিতপাবনী গঙ্গা।
        ছোট ,বড় - হাল বাওয়া,ভুট ভুটি হরেক কিসিমের নৌকা ঘাটে বাঁধা।কিছু যাবে ওপারে,বাকিরা ঘাট ঘোরাবে, মানে ডানপাশে হরিশচন্দ্র থেকে বাঁদিকে মনিকর্নিকা ঘাট অবধি ঘন্টাখানেক।দর হাঁকছে,ডাকছে রিজার্ভ এ যাবার জন্য।শেয়ারে ছোট নৌকা ১৫০ করে হাঁকছে,দরদস্তুর করে ১০০ টাকা মাথাপিছু মূল্যধার্য হলো।ছোট নৌকা,আমরা দুজন ছাড়া আর একটি পরিবার- দুই জন পুরুষ,একজন মহিলা, একজন বৃদ্ধা।সঙ্গে মাঝিভাই আমাদেরই বয়সী,জিন্স আর শু পড়া মাঝি দুহাতে বৈঠা বাইছে, এটা দেখতে বেশ লাগে।তবে ভরসা জাগেনা মোটেই,কারণ এটা শ্রাবণ মাস।ছলাতছলাত চলতে চলতে কখন যেন মাথার ওপর মেঘ কালো করে এসেছে,হাওয়ার বেগও বেড়েছে।মেঘ কেটে রোদ ও উঠছে,কিন্তু সে বেশিক্ষন স্থায়ী হচ্ছেনা।





          মোট ৮৮ টা ঘাটের মধ্যে ৪০টা দেখাবে।একে একে চলে যাচ্ছে শীতলা অহল্যাবাই চৌষট্টি দিগপাতিয়া রাজা নারদ মানসরোবর কেদার আরো কত ঘাট।হরিশচন্দ্র ঘাট থেকে নৌকা ঘুরে গেল।এবার মনিকর্নিকার দিকে যাবে।এদিকে বেশ মেঘ করেছে।উল্টোদিক থেকে জোর হাওয়া বইছে।মাঝিভাই হাঁফিয়ে উঠছে।জলের ঢেউও বেশ নাচছে।ছোট নৌকায় জলের ধাক্কা বোঝা যায় বেশি।পাশ দিয়ে একটা বড়  ভটভটি নৌকা এলে হাল রেখে দিয়ে মাঝি উঠে পড়ল সেটায়।ভটভটির কাছির সঙ্গে আমাদের নৌকোটা বেঁধে নিলো।একে নৌকা দুলছে,তার ওপর মাঝি লাফ দিয়ে যাচ্ছে আসছে,সে এক দেখার মতো ব্যাপার।তার হাল আবার একবার জলে পড়ে গেলো।তোলা হলো।আমাদের নৌকা এখন ভটভটির টানে ভাসছে,গতিও সেরকম।পাশ দিয়ে রাজেন্দ্রপ্রসাদ,মানমন্দির,মীর,ললিতা,জলসেন ঘাট চলে গেল;আমরা একবার ঘাট দেখছি,একবার আকাশ,একবার জলের দাপাদাপি।মনিকর্নিকায় মেঘটা কেটে গেল।জল শান্ত হলো।ভটভটির মাঝি আমাদের নৌকাটিকে ছেড়ে দিলো এবার।এত চিতা জ্বলছে,জ্বলার অপেক্ষায় আছে,দেখলে মনটা কিরম একটা লাগে।কিছুপরেই নৌকা দশাশ্বমেধ এ ফিরে এলো।
          সবে পৌনে পাঁচটা বিকাল। এরইমধ্যে কিছু কিছু লোক এসে বসছে ঘাটে।ঘাটের বেদীগুলো ধোয়ামোছা হচ্ছে।কিছু চেয়ার সাজানো হচ্ছে।ভাবলাম হয়তো পুরীর মতো,বসলে পয়সা লাগে।ওদের জিজ্ঞেস করতে বললো,পয়সা লাগবেনা।তারপর ঘাটের যে চাতালগুলোয় গদি পাতা আছে,সেখানে বসতে।ভালোই হলো- একদম সামনে থেকে আরতি দেখা যাবে।
            বিকেল হেলে পড়েছে সন্ধের দিকে,নদীর জল সোনালী হয়ে উঠেছে।একখণ্ড মেঘ দেখা গেল কোনার দিকে,বউ বলল,ঠিক যেন একটা শ্বেতভল্লুক মুখ ঘুরিয়ে দেখছে।সত্যিই সেইরকম।গঙ্গারতির আয়োজন চলছে।একটা বড় পাত্রে করে ফুল এনে রাখলো একজন।সেগুলোর বৃতি থেকে পাপড়ি আলাদা করতে বলল। আমাদের সঙ্গে বসেছিলেন আরো অনেক মহিলা ও পুরুষ।তাদের সঙ্গে আমরাও হাত লাগলাম।অজস্র লাল পাপড়ি ছোট ছোট পাত্রে সাজিয়ে সবকটা বেদিতে সাজানো হলো।গঙ্গায় অঞ্জলি হবে এই ফুলে।সারা আকাশ নদী এক হয়ে গেল ঘন নীল রঙে।পিছনে  অসংখ্য দর্শক আর সামনে মা গঙ্গাকে রেখে সমবেত শঙ্খধ্বনি আর পুষ্পাঞ্জলি দিয়ে শুরু হলো গঙ্গারতি।
ধূপ, প্রদীপ আর ময়ূরপেখমের আরতি দিয়ে প্রায় ৪৫ মিনিট চললো আরতি।একদম সামনে বসে দেখলাম।


            ঘাট থেকে বেরিয়ে সোজা হাঁটলেই পানমশলা আর জর্দার দোকান।দাশগুপ্তের জর্দা,অনিলের জর্দা ইত্যাদি।বয়ামে বয়ামে রঙ্গিন রঙ্গিন মশলা,কেনার আগে ফ্রীতে অল্প অল্প চেখেও নেওয়া গেল।কিন্তু রবিবার হওয়ায় গোধূলিয়ার রাবড়ী কচুরির দোকান খোলেনি।খানিক হতাশ হয়ে আশপাশের কিছু শাড়ির দোকান দেখতে দেখতে এগোতে লাগলাম।
দুটো দোকান ঘুরে বৌ একটা বেনারসি শাড়ি কিনলো।দাম গড়িয়াহাটের একচতুর্থাংশ।
শাড়ি কিনতে চাইলে কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে যেতে হবে।অনেক শাড়ির মহল্লা ঘুরে দেখা যায়।আমাদের হাতে সময় কম ছিল।
কিন্তু তারপরেই ঘটলো বিপত্তি।শাড়ির প্যাকেট হাতে ঝুলিয়ে বিজয়গরবিনী বৌকে নিয়ে হোটেলে ফিরছি,শুরু হলো মুষলধারে বৃষ্টি।কি বৃষ্টি!
কিছুক্ষনের মধ্যেই রাস্তা জলমগ্ন।প্রবল ভীড়াক্রান্ত পথে বিশ্বনাথ মন্দিরের দিক থেকে হু হু করে জল আসছে।শাড়িটাকে বাঁচিয়ে বাঁচিয়ে চলেছি।আমাদের হোটেলে ঢোকার গলিতে প্রায় হাঁটুজল।দাঁড়িয়ে রইলাম একটা দোকানে।এখানেই আমার জীবনের একটা অভূতপূর্ব অভিজ্ঞতা।
বৌ আমাকে বলছে যে কেউ যদি বাইকে করে এইটুকু পথ পার করে দেয়।কিন্তু সে আর কাকে বলবো।আর ছেলেদের কথা কেই বা কবে শুনেছে।তাই বললাম,তুমি বলো।কাজ হতে পারে।সে দোকানের একজনকে বললো।কিন্তু সে কিছু সুরাহা করতে পারলো না।অগত্যা আমি রাস্তার মাঝখানে ভিজতে ভিজতে এসে দাঁড়িয়ে একজনকে অনুরোধ করলাম।এরা স্থানীয় মানুষজন।দেখছি কি করা যায় বলে তিনি একটি ছেলেকে বলে দিলেন,সে তার বাইকে করে আমাদের এক মিনিটে পৌঁছে দিলো।এই তীব্র দুর্যোগের মধ্যে আমার প্রাপ্তি এটাই যে, ব্যাংক,পোস্ট অফিস,ফ্ল্যাটের প্রমোটার,কলের মিস্ত্রি - কেউ যখন একবার অনুরোধে কান দেয়না,তখন ওই ভদ্রলোক একটা বাইক ঘুরিয়েছিলেন আমি একবার মাত্র বলায়।
আবার আমি বেনারস যাবো,ভেবে রেখেছি তখনই।
কিন্তু রাত ৯টা।যা বৃষ্টি,তাতে বৃষ্টি থামার একঘন্টা পরেও জল নামবে কিনা সন্দেহ।রাতের খাবার কোথায় পাই।এই হোটেলে খাবার মেলেনা তবে একজন বললো,চাইলে নীচের দোকান থেকে ইডলি দোসা এনে দেবে।তাই দাও ভাই।সে এনে দিল।অতি সুন্দর লাগলো খেতে।সেই ছেলেটিই বলে দিল,যেহেতু শ্রাবণ মাস এবং আগামীকাল সোমবার,তাই ভিড়ের সম্ভবনা খুবই, অন্তত সকাল ৪.৩০ এ বেরিয়ে পড়া উচিৎ মন্দিরের উদ্দেশ্যে,যেহেতু আমাদের কালই লখনৌ যাবার ট্রেন।

তাই একদম ভোরবেলা স্নান করে বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথের দিকে। তখন রাতের অন্ধকার ফিকে হচ্ছে একটু একটু,কুকুরগুলো গুটলি পাকিয়ে রাস্তায় শুয়ে,ঝিরঝির করে হাওয়া বইছে,শিরশিরে ভাব একটা- তার মধ্যেই কিছুজন মন্দির থেকে ফিরছে।৩টে থেকে ৪টে অবধি  মঙ্গল আরতি।তারপরেই পুজো দেওয়া শুরু হয়।আমরা গলিপথে হাঁটতে শুরু করলাম।

দ্বাদশ জ্যোতির্লিঙগের অন্যতম এই কাশীধাম।যার উল্লেখ পাওয়া যায় স্কন্দ পুরাণে।গুজরাতের সোমনাথ মন্দিরের মতোই কাশীর বিশ্বনাথ মন্দিরও ধ্বংস হয়েছে বারবার।প্রথম মহম্মদ ঘুরীর সেনাপতি কুতুবউদ্দিন আইবক মন্দির ধ্বংস করার পর ইলতুতমিসের সময় নতুন করে গড়ে ওঠে। আবার সিকান্দার লোদী র সময় ধ্বংস, ফের আকবরের সময় মানসিংহ,টডোরমলের হাতে পুনরুত্থান । ঔরঙ্গজেব মন্দিরের জায়গায় একটি মসজিদ নির্মাণ করেন।মারাঠা শাসনকর্তা মলহার রাও হোলকার মসজিদ ধ্বংস করে মন্দির পুনর্নির্মাণ করার পরিকল্পনা নেন,কিন্তু সেটা সফল হয়নি।অবশেষে ১৭৮০ সালে তাঁর পুত্রবধূ অহল্যাবাই হোলকার বর্তমান মন্দিরটি নির্মাণ করেন।আজকের যে মন্দির দেখি আমরা,তাতে নানাভাবে গোয়ালিয়রের সিন্ধিয়া, নাগপুরের ভোঁসলে, নেপালের রাজা প্রমুখেরও অবদান রয়েছে।
শক্তি আর ভক্তির লড়াই বোধহয় চিরকালই চলতে থাকবে।আর ভক্তিই জিতবে শেষ অবধি,নাহলে এই ভোরবেলা বৃষ্টির ভ্রুকুটি অগ্রাহ্য করে এত লোক লাইন দিয়েছে কেন।পুজো দেওয়ার সামগ্রী,প্রসাদ মন্দিরের গলিতেই পাওয়া যাবে।
ঘন্টা খানেকের মধ্যেই বাবার দর্শন মিললো।পুজো দিয়ে ফেরার পথে অন্নপূর্ণা মন্দির।দুপুরের ভোগ খাওয়া এযাত্রা হবেনা,তাই চাল প্রসাদিই খেলাম একমুঠো।যাক,অন্নপূর্ণার প্রসাদে উপবাস ভঙ্গ হলো।

যাক,সময় হাতে আছে অনেকটাই।একটা অটো ভাড়া করলাম গোধূলিয়া থেকে।বিএইচইউ,সঙ্কটমোচন, দুর্গামন্দির,তুলসীদাসের মন্দির দেখতে যাব।রফা হলো ৩০০ টাকা।ঘন্টাখানেক কি দেড় ঘন্টাটাক সময় লাগবে। মদনমোহন মালব্যের স্মৃতিবিজড়িত বেনারস হিন্দু ইউনিভার্সিটি- বিশাল জায়গা নিয়ে বহু বিষয়ের ওপর পড়াশুনা হয়।দেশজোড়া নাম।সেখানে পড়ার সৌভাগ্য হয়নি,একটা পাক ঘুরে আসা হলো।নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মতো লাগলো আমার একঝলকে।কিম্বা ভাদোদরায় ডিপার্টমেন্ট অফ পোস্টের যে ট্রেনিং সেন্টার,তার মতো।নিজেই একটা গ্রাম।
সঙ্কটমোচন মন্দিরে বাজরংবলী পূজিত হন।কয়েকটি বাঁদর প্রসাদী লাড্ডু খাচ্ছে মন দিয়ে।২০০৬এর বিস্ফোরণের পর থেকে প্রবেশপথে একটা পুলিশচৌকি বসেছে।
পরের গন্তব্য রামচরিত মানসের রচয়িতা তুলসীদাসের স্মৃতিতে নির্মিত তুলসীমন্দির।হাওড়ার সুরেকা পরিবার ১৯৬৪ তে এই মন্দির প্রতিষ্ঠা করেন।মন্দিরের দেওয়ালজুড়ে দোঁহাগুলি লেখা রয়েছে।আর আছে রামায়ণের ওপর তৈরি বেশ কিছু মডেল।
শেষ দ্রষ্টব্য দুর্গামন্দির। মা দুর্গাকে প্রণাম করে আমরা ফেরার পথ ধরলাম।

অটো আবার আমাদের গোধূলিয়ায় নামিয়ে দিল।বাঁশ ফটক গলির দিকে নাকি ভালো খাবার পাওয়া যায়।
কিন্তু গলি আর কই, এ তো রাজপথই।গল্পে পড়া বাঁশফটক গলি যে বড়ই অচেনা।নাহ বাঙালীর চেনা পুরানো জায়গাগুলোকে ঐভাবে আর পাওয়া যাবেনা। ঘাটশিলাও না,এখানেও না।
মধুর জলপান নামে একটা দোকানে ঢুকলাম।নামটা শুনেই মনে হলো কোনো বাঙালি দোকান ছিল হয়তো আগে এটা,এখন হাত বদলেছে।কিন্তু কচুরি জিলিপি দুটোই বেশ ভালো লাগলো খেতে।আর ভালো হলো,এদের জলটা।গোলাপ জল দেয় এরা।আহা।মনটা খুশি হয়ে গেল।সেই খুশিতে একগ্লাস গোলাপ সরবত খেয়ে নিলাম।বৌ খেলো পেস্তা সরবত।এখানে সরবত খুব চলে।

আরো একদফা গঙ্গার হাওয়া খেয়ে বেনারসকে টাটা করে এখন বসে আছি লখনৌগামী ট্রেনে। দু একবার ময়ূরের কেকা শোনা গেছে। সুলতানপুরের আগে থেকেই ধু ধু প্রান্তরে দু একটা ময়ূর দেখেছি। কয়েকটা প্যাঁড়া কিনেছিলাম বেনারস থেকে।টুকটুক খেতে খেতে প্যাকেটটাই ফুরিয়ে গেল।নাহ,বেনারসের অনেক কিছু দেখা বাকি রয়ে গেল।আবার আসতে হবে।সারনাথ, এলাহাবাদ যাওয়া হবে সেবার।জয়সিংহের মানমন্দির,গলি,তস্য গলি,রাবড়ী- সব হবে সেবার।
আর খানকতক ষাঁড়ের ছবিও তুলতে হবে,যা রাজকীয় ষাঁড় সব দেখলুম,অপূর্ব।


২৪শে জুলাই,২০১৮।রাত ১১টা।
লখনৌ পৌঁছেছি গতকাল বিকালে।ক্লান্ত ছিলাম।উত্তরপ্রদেশ পর্যটনের হোটেল গোমতীর  রেস্তোরাতেই  নানান উপাদেয় খাবার মেলে।সেই খেয়ে একটা নরম তুলতুলে ঘুম।
বেনারস থেকে গতকাল আসা ইস্তক দিব্যি আছি।
   এখান থেকেই ইউপি ট্যুরিজম এর এসি বাস ট্যুর হয়। মাথাপিছু 385 টাকা।সকাল ১০ টা থেকে মোটামুটি ২ টো অবধি।গাইড সঙ্গেই থাকবেন।
   আমরাও কাল সেই টিকিট কেটেছিলাম।আজ সকালে আমাদের সঙ্গে ওই বাস এ সঙ্গী হলেন ত্রিপুরার এক মধ্যবয়স্ক দম্পতি আর তাদের মেয়ে জামাই,তাঁরা কর্মসূত্রে বরোদাবাসী। তাঁদের বাচ্চাটি বেশ মিষ্টি।
প্রথম গন্তব্য নবাব গাজী উদ্দিন হায়দার নির্মিত ইমামবাড়া শাহ নজফ।এখানেই রয়েছে তাঁর এবং তাঁর তিন বেগম এর সমাধি।হজরত আলীর সমাধির আদলে একটি রেপ্লিকাও রয়েছে।লাগোয়া বাগানে কয়েকটা রাজহাঁস খেলে বেড়াচ্ছে।
 এরপর গেলাম রেসিডেন্সি।শহরের প্রাণকেন্দ্রেই এই জায়গাগুলো।বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীন ব্রিটিশ রেসিডেন্টদের এই ভবনগুলো দাঁড়িয়ে আছে ১৮৫৭ মহাবিদ্রোহের গোলাগুলির আঘাত বুকে নিয়ে।একটা ভবনকে মিউজিয়াম বানানো হয়েছে।তাতে রয়েছে বেগম হজরত মহল, রাণী লক্ষ্মীবাই,নবাব সাদাত আলী খান,সুজাউদ্দৌলা প্রমুখের ছবি,কিছু ব্রিটিশ সেনা অফিসার এর লেখা চিঠি,পুরো অঞ্চলটার একটা মডেল ম্যাপ ইত্যাদি।অসম্ভব গম্ভীর কিন্তু সুন্দর অনুভূতি।খন্ডহর হয়ে যাওয়া বাড়ি গুলোয় কখনো বা গা ছমছম করে।
     এরপর নবাব আসিফুদ্দৌলার বড়া ইমামবাড়া - যাকে বলে দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।মানে একটা তোরণ পার হয়ে পরের তোরণ।সেটা পার করলে তবে আসল জিনিসের দেখা মিলবে। একইসাথে আসিফি মসজিদ।গোল করে একপাক ঘুরলেই মনে হয় কি বিশাল ব্যাপার।আর সামনেই সেই বহুশ্রুত ভুলভুলাইয়া।ভুলভুলাইয়ায় ঘুরপাক খেতে খেতে ছাদে উঠে চারপাশের শহর দেখা যায়।শোনা যায়,সৈন্যরা নাকি ওই অন্ধকার জানলায় বসে নজর রাখত বাইরে।কুলুঙ্গিতে জ্বলত প্রদীপ।পালানোর জন্যে ছিল অনেক সুড়ঙ্গ।সেগুলো নাকি এখন বন্ধ করা আছে।এদিকের দেওয়ালে শব্দ হলে ওদিকের দেওয়াল সাড়া দেয়।দেওয়ালেরও কান আছে।গাইডের পিচুপিছু আমরা লাইন দিয়ে সিঁড়ি ভেঙে উঠতে থাকলাম।অন্ধকার ঘুপচি রাস্তা।মাঝে মাঝে কোথা থেকে যেন আলো আসে।গাইডবাবু আবার মাঝে মাঝেই উধাও হয়ে যান।আমরা যেই একদিকে পা বাড়াই, অন্ধকার কোনো এক গলির মুখ থেকে তিনি মুখ বাড়িয়ে বলেন,ওদিকে না ভাইসাব,এদিকে আসুন।কোনদিক দিয়ে তিনি যে আগে আগে পৌঁছে যাচ্ছেন,সেটাই যেন ধাঁধা একটা।সেইভাবে ওঠা গেল বড়া ইমামবাড়ার ছাদে।চারপাশের দৃশ্য দারুন বললে কম বলা হয়।গাইড না ডাকলে আমরা ওখানে আরো যে কতক্ষন বসেই থাকতাম তার ঠিক নেই।ভিতরে থাকলে বোঝা যায়না বাইরে কত জনবহুল ব্যস্ত শহর।আর বাইরে দাঁড়িয়ে বোঝা যাবেনা ভিতরটা কত নিঝুম।








 এরপর রুমি দরওয়াজা। পুরানো লখনৌ এর প্রবেশদ্বার।পূর্ব রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্যের তোরণের আদলে তৈরী বলে এমন নাম।বড় রাস্তার ওপরেই বড়া আর ছোটা ইমামবাড়ার মাঝামাঝি এর অবস্থান।অনেকে বলেন কবি জালালুদ্দিন মহঃ রুমির নামে এর নাম।
পাশেই নাসিরউদ্দিন হায়দারের তৈরী ঘন্টাঘর।অযোধ্যার নবাবদের তৈলচিত্র সমন্বিত পিকচার গ্যালারী।
    পেটের খিদে চাগাড় দিচ্ছিল ততক্ষনে।দুপুর ২ টা।বাস আমাদের পরিবর্তন চকে নামিয়ে দিল।খাওয়ার পর দেখি সঙ্গের সেই বরোদার দাদা দাম দিয়ে দিয়েছেন।কএকঘন্টার আলাপেই এতো মিশে যাবেন ওরা কে জানতো।এমনিতে আমি কিপটে মানুষ।এই ঘটনায় আমার বৌএর সেই বিশ্বাস আরো পোক্ত হলো।
ওনারা চলে গেলেন । আমরা টোটো চেপে আমিনাবাদ চললাম।চিকন এর কাজের দোকানে।দরদস্তুর নির্ভয়ে নির্ঝঞ্ঝাটে করা যায়।সে আর বাঙালী ভ্রমণ বাজারুদের নতুন করে বলার দরকার নেই।তা সে যাই হোক,আমি আমার লাইনে ফিরে আসি।
ওই আমিনাবাদে আছে তুনডে কাবাবি। গরীবের ,বড়লোকের,ব্যবসায়ীর,যুগলের সবার প্রিয় দোকান। ওখানকার তুনডে কাবাব নামকরা।ও হ্যাঁ, লখনৌতে মহিষের মাংসের কাবাব পাওয়া যায়।মুরগি মটন অঢেল।মনে কোনো দ্বিধা না রেখে চলে আসুন।আমরা ডেকার্স লেনের একটা আওয়াধি সংস্করণ দেখতে পেলাম এখানে।


    এই দোকান ওই দোকান ঘুরতে ঘুরতে কখন সন্ধ্যে পেরিয়ে গেছে।একটা রিক্সা নিয়ে আমরা লালবাগে চলে এলাম।নৈশভোজ এখানেই করার কথা।
      দ্য মুঘলস দস্তরখাঁ থেকে গালউটি কাবাব আর বিরিয়ানির স্বাদে গন্ধে উপুরচুপুর হয়ে যখন বেরোলাম তখন জোর বৃষ্টি পড়ছে।রাত দশটা।ভাবছিলাম এই বৃষ্টিতে কিকরে বেরোই।তো সঙ্গে সঙ্গে দেখি দরজার বাইরে থাকা রেস্তোরাঁর এক কর্মী বিরাট একটা ছাতা নিয়ে এগিয়ে এলেন।আমাদের দুজনকে ছাতার ছায়ায় নিয়ে একটা অটো দাঁড় করালেন।আমরা হোটেল গোমতী যাবো জেনে অটোচালক কে বলে আমাদের তুলে দিলেন গাড়িতে।এত ভালো লাগলো যে কি বলবো।হয়তো ওটা ওই দোকানের কাজেরই অঙ্গ।কিন্তু ওই বৃষ্টিতে যখন একটা রিক্সারও দেখা নেই,তখন এইটুকুই একটা বিরাট স্বস্তি দেয়,বিশেষত নতুন জায়গায় গেলে।
আপাতত হোটেলের বিছানায় বসে লিখছি।কাল বিকালেই ফেরার পথ ধরবো।
লখনৌতে সময় কোথা দিয়ে কেটে যায়,বোঝাই যায় না।
 রিকশা অটো যা খুশি চেপে ঘোরা যায়।ভাড়া খুব বেশি না।স্থানীয় মানুষ,দোকানদার,পুলিশ সব্বার থেকে ভালো ব্যবহার পেয়েছি।
আর যেটা খুব নিশ্চিন্ত করবে সেটা হলো,কোনো চিকনের জামা কুর্তি বা সালওয়ার কিনে হোটেলে ফিরে যদি মনে হয়,এই যা,মাপ ভুল হয়েছে বা রংটা পাল্টালে ভালো হয়,নিশ্চিন্তে দোকানে চলে যান।ওরা বিনা বাক্যব্যয়ে পাল্টে দেবে আর প্রথমবারের মতোই উৎসাহ নিয়ে দেখাতে থাকবে।
  
ভাবছি শুধু এটাই যে,বেনারস আর লখনৌ এর দূরত্ব যদি এতটা না হতো,তবে তুন্ডে কাবাব খেয়ে একটা বেনারসী পান মুখে দেওয়া যেত।ব্যাপারটা দাঁড়াত,যাকে বলে, "ডি লা গ্র্যান্ডি মেফিস্টফিলিস"।

ঋত্বিক ভট্টাচার্য্য।


**********†********†*********†************†*********




এছাড়াও পড়তে পারেন
http://top-travel-places1.blogspot.com/2014/10/blog-post_72.html?m=1
Show quoted text

No comments:

Post a Comment

Write your comment here

Kinnaur Calls... A Trip to Kinnaur

       A trip to Kinnaur, Himachal Pradesh, India Kinnaur at its best...View at Sangla                   A click on this video ...

Popular posts